Ads

রাবিতে শব্দকলা আন্তর্জাতিক লেখক উৎসব অনুষ্ঠিত

রাবি প্রতিবেদক, মহীয়সীঃ গত শনিবার,৭ সেপ্টেম্বর ২০১৯, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের ৩০৬ গ্যালারিতে দিনব্যাপী ‘শব্দকলা আন্তর্জাতিক লেখক উৎসব’ অনুষ্ঠিত হয়। সকাল দশটায় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ফখরুল ইসলাম। বিশিষ্ট সমাজচিন্তক প্রফেসর ড. আবদুর রহমানের সভাপতিত্বে এ পর্বে অতিথি ছিলেন প্রফেসর ড. জিএম শফিউর রহমান, ড. কাঞ্চন কুমার ভৌমিক, শিল্পী মুকুল চক্রবর্তী, কবি আলমগীর কবির হৃদয় প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শব্দকলাপ্রধান ড. মাহফুজুর রহমান আখন্দ। দ্বিতীয়পর্বে ‘সাহিত্যে নান্দনিকতা ও মূল্যবোধ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কথাশিল্পী নাজিব ওয়াদুদ। প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। আলোচক হিসেবে ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ কামাল উদ্দিন, বিশিষ্ট লেখক জিয়াউল হক, নির্ঝর সম্পাদক কবি জাইদুর রহমান, প্রফেসর ড. এএইচএম তাহমিদুর রহমান, ড. গোবিন্দ প্রসাদ কর প্রমুখ। সেমিনারে বক্তাগণ বলেন, বিশ্বায়নের প্রভাবে বাংলাভাষা চর্চার যেমন অবারিত সুযোগ তৈরি হয়েছে তেমনি নানামুখি সংকটের মুখোমুখি হবার ঝুঁকিও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সেইসাথে মানবিক মূল্যবোধ তৈরি ও ক্ষয়িষ্ণুতার ক্ষেত্রেও বিশ্বায়নের এ প্রভাব অত্যন্ত প্রবল। তাই সমাজসচেতন নাগরিক হিসেবে বাংলাভাষাভাষি প্রত্যেক লেখককে দায়বদ্ধতা কাঁধে নিয়ে নান্দনিক সাহিত্যসৃষ্টির মাধ্যমে মূল্যবোধ তৈরির জন্য নিষ্ঠার সাথে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আত্মনিয়োজিত থাকতে হবে।
মধ্যাহ্নভোজের পরে শুরু হয় লেখা পাঠ। এ্যালবাম সম্পাদক কবি মনজু রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি কবি প্রত্যয় হামিদ, গল্পকার আসাদুল্লাহ মামুন, কবি সোহেল মাহবুব, কবি ইসাহাক আলী, কবি পুস্পিতা চট্টপাধ্যায় প্রমুখ। শব্দকলা সাহিত্য পদক বিতরণ ও সমাপনী পর্বে সভাপতি ছিলেন প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান অতিথি ছিলেন রাবি কলা অনুষেদের ডীন প্রফেসর ড. মো. ফজলুল হক। অতিথি ছিলেন প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, মুকুল কেশরী, কবি অনু চৌধুরী, কবি জুবাইদা পারভীন লিপি প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের মোট বাইশজন বিশিষ্ট ব্যক্তিকেকে বিভিন্ন বিষয়ে অবদানের স্বীকৃতি স্বরুপ শব্দকলা সাহিত্য পদক প্রদান করা হয়। ইতিহাস গবেষণায় প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম ইয়াকুব আলী, স্থানীয় ইতিহাস গবেষণায় মাহবুব সিদ্দিকী, ও ড. গোবিন্দ প্রসাদ কর, ইসলামী অর্থনীতিতে প্রফেসর শাহ মুহাম্মদ হাবীবুর রহমান, সাহিত্য গবেষণায় প্রফেসর ড. লায়েক আলী খান, প্রফেসর ড. তাহমিনা বেগম, মানববিদ্যা গবেষণায় ড. চিত্তরঞ্জন মাইতি ও ড. কাঞ্চন কুমার ভৌমিক, কথাসাহিত্যে হাসান ওয়াহিদ, সুকেস কুমার ম-ল, মাতিউর রাহমান, কবিতায় পুস্পিতা চট্টপাধ্যায়, জালাল উদ্দিন সিদ্দিক, আবদুল কাইয়ুম, কবি পিনাকী বসু, কবি তাপস সাহা, শিশুসাহিত্যে আসাদুল্লাহ মামুন, ছড়াসাহিত্যে অভি মন্ডল, আবদুল হাই ইদ্রিছী, সম্পাদনায় আশরাফুল হক পলাশ, কবি প্রতীক ওমর, সঙ্গীতে মুকুল চক্রবর্তী এবং আবদুস শাকুর তুহিন।
বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আগত দেড়শতাধিক লেখক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সঙ্গীতে পুরষ্কার নিচ্ছেন আব্দুস শাকুর তুহিন

 

 

 

 

 

 

ছ্ড়া সাহিত্যে পুরষ্কার নিচ্ছেন আব্দুল হাই ইদ্রিছী
আরও পড়ুন