Ads

রাবিতে সফিউদ্দীন মোল্লা ভাসানী রচনাবলীর মোড়ক উন্মোচিত

ইমরান আজিম, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স কনফারেন্স হলে ৩১ ডিসেম্বর বেলা ১২টায় প্রাবন্ধিক, কবি ও কথাশিল্পী সফিউদ্দীন মোল্লা ভাসানী রচনাবলীর মোড়ক উন্মোচিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন শব্দকলার আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শব্দকলাপ্রধান প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। অতিথি ছিলেন ভারতের পাঁচজন রাষ্ট্রপতি কর্তৃক সম্মাননাপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী পূর্ণেন্দু প্রসাদ ভট্টাচার্য, রাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ফখরুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব জয়ন্ত রসিক, ড. শিশুতোষ সামন্ত, কবি গোপাল চক্রবর্তী, কথাশিল্পী নাজিব ওয়াদুদ, ড. দীনেশচন্দ্র ভট্টাচার্য, ড. মনোরোমা পোল্ল্যে, জয়া সান্যাল, কথাশিল্পী দেওয়ান মোহাম্মদ শামসুজ্জামান, কবি মনজু রহমান, ড. ফজলুল হক তুহিন, ড. রুমী শাইলা শারমিন, কবি আলমগীর কবির হৃদয়, ভাসানী তনয়া নাসরিন সুলতানা ইতি, জামাতা আশফাকুল হক প্রমুখ। ।

বক্তাগণ বলেন, সফিউদ্দীন মোল্লা ভাসানী একজন ভাষাসংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা এবং সুলেখক। তাঁর গল্পে নিজ জেলা নওগাঁর শুধু নয়, সারা বাংলাদেশের যেমন সমাজবাস্তবতার বিষয়সমূহ উঠে আসে তেমনি প্রবন্ধের মাধ্যমেও সমাজের অসঙ্গতিসমূহ চিত্রিত হয়। তাঁর মতো একজন প্রবীন ব্যক্তির রচনাবলী প্রকাশ সময়ের দাবী ছিলো। রাজশাহীর পরিলেখ প্রকাশনী সে দায়িত্ব পালন করায় পরিলেখ কর্তপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

আরও পড়ুন