Ads

লন্ডন-কোলকাতা-লন্ডন বাসরুট!

মাসুদুল হাসান রনি

লন্ডন – কোলকাতা- লন্ডন বাসরুট!লুইপা একটা পোস্টে জানালো, একসময় লন্ডন – কোলকাতা-লন্ডন বাস চলতো।

কি তাজ্জব ব্যাপার! বিষয়টি জানা ছিলো না।

ঠিকমত পড়ুনতো বাসের গায়ে কি লেখা আছে?
হ্যাঁ আপনি ঠিকই পড়ছেন লন্ডন কলকাতা লন্ডন বাস সার্ভিস !

১৯৫৭ থেকে ৭২ সাল পর্যন্ত এই বাস সেবা চালু ছিলো ! চিন্তা করা যায় লন্ডন থেকে কলকাতা তাও বাসে !

খরচ ছিলো ৮৫ পাউন্ড পরবর্তীতে তা সুযোগ সুবিধা অনুযায়ী ১৪৫ পাউন্ড পর্যন্ত হয়েছিল । এ্যালভার্ট ট্রাভেল এর কিছু কিছু বাসে আপার ডেক লোয়ার ডেক শোয়ার ব্যবস্থা হাঁটা চলা ডাইনিং সিস্টেমও ছিলো এগুলোর ভাড়াই বেশি ছিলো।

এই বাসগুলো বেলজিয়াম-জার্মানী- অষ্ট্রিয়া- স্লোভাকিয়া -তুর্কি-ইরান-আফগানিস্তান-পাকিস্তান-দিল্লী হয়ে কলকাতা পর্যন্ত আসত।

তবে কয়দিন সময় লাগতো তা স্পষ্ট করে কোথাও ইনফরমেশন না থাকলেও কমপক্ষে ১৫-২০ দিন যে লেগে যেত তা ধারণা করা যায় আরও বেশিও লাগতে পারে।

কিছু কিছু সার্ভিস আবার যাত্রীদের বিভিন্ন ট্যুরিস্ট স্পট দেখার সুযোগ সাথে রাতে হোটেলে থাকার ব্যবস্থাও রাখতো।

লেখক: কলামিস্ট, কানাডা প্রবাসী

আরও পড়ুন