Ads

লিবিয়ায় নিহত বাংলাদেশিদের লাশ তড়িঘড়ি করেই মাটিচাপা!

মাঈনুল ইসলাম নাসিম

ক’মাস আগে বাংলাদেশ থেকে ইতালির উদ্দেশ্যে রওয়ানা দেয়া একটি গ্রুপের উপর ২৮ মে বৃহষ্পতিবার লিবিয়াতে পাচারকারীরা হামলা চালালে ২৬ জন বাংলাদেশি নিহত হয়।  লিবিয়ার রাজধানী ত্রিপোলির অদূরে মিজদাহ’র মরুপ্রান্তরে একপ্রকার তড়িঘড়ি করেই মাটিচাপা দেয়া হয়েছে হতভাগ্য এই ২৬ বাংলাদেশির মরদেহ। চরম আতংকিত স্থানীয় বাংলাদেশিদের একাধিক সূত্র শনিবার ভোরে  এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ভয়াবহ গৃহযুদ্ধরত মিজদাহ শহরের হাসপাতালে বাংলাদেশিদের মরদেহে পঁচন ধরতে শুরু করায় এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় দাফন সম্পন্ন হয়। নিজেদের একজনকে হারাবার প্রতিশোধ হিসেবে ২৬ জনকে ব্রাশফায়ারে খুন করেও সন্তুষ্ট নয় স্থানীয় সশস্ত্র লিবিয়ান মিলিশিয়ারা। হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে জানে বেঁচে যাওয়া পালিয়ে থাকা বাংলাদেশিদের। পরিস্থিতি বেশ নাজুক। পালিয়ে থাকা বাংলাদেশিদের আশ্রয় দেয়া লিবিয়ানরাও ঝুঁকিতে।

সাংবাদিকঃ ইতালি প্রবাসী ফ্রিল্যান্স সাংবাদিক

 

আরও পড়ুন