Ads

শিশুর মনস্তাত্ত্বিক নিরাপত্তা নিয়ে ড. সালেহ মতিনের বই

মহীয়সী

ড. সালেহ মতিন একজন বিশিষ্ট ব্যাংকার এবং সাহিত্যিক । এবারের বই মেলায় শিশুদের মনস্তাত্ত্বিক নিরাপত্তা নিয়ে তার লেখা অসাধারণ এবং প্রয়োজনীয় একটি বই “শিশুর মনস্তাত্ত্বিক নিরাপত্তা” । প্রত্যেক অভিভাবকের উচিৎ এই বই পড়ে নিজেদের সচেতনতা বাড়ানো ।

‘ডিজিটাল তথ্য প্রযুক্তির আধুনিক সভ্যতায় প্রচুর সংখ্যক টিভি চ্যানেল আমাদের ঘরে প্রবেশ করেছে। এর মধ্যে আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ধ্বংসকারী বহু চ্যানেল রয়েছে যারা আকর্ষণীয় পরিবেশনার মোড়কে জাতির ক্ষতি করার কাজটি চালিয়ে যাচ্ছে। শিশুকে এসব চ্যানেলের নিয়মিত ও ধারাবাহিক দর্শক হতে দেয়া উচিত নয়। অধিক সময় একনাগাড়ে টিভি দেখা শিশুর চোখ তথা স্বাস্থ্যের জন্য তো এমনিতেই মারাত্মক ক্ষতিকর তদুপরি এ অভ্যাস তার ভেতর ইতোমধ্যে গড়ে উঠা বংশানুক্রমিক মূল্যবোধ তিলে তিলে ধ্বংস করে দিতে পারে।’
– শিশুর মনস্তাত্ত্বিক নিরাপত্তা গ্রন্থ থেকে

১১২ পৃষ্ঠার গ্রন্থটি পাওয়া যাচ্ছে এবারের একুশে বইমেলার ১৮৯নং (সোহরাওয়ার্দী উদ্যান) স্টলে। বিশ্বকল্যাণ পাবলিকেশন্স।

বইটি অবশ্যই সকলের উপকারে আসবে। সামাজিক দায়িত্ববোধ থেকে রচিত ও প্রকাশিত বইটি সবার হাতে হাতে পৌঁছে যাক এই প্রত্যাশা

আরও পড়ুন