Ads

শুদ্ধ করো

সালমা সাহলি

প্রভু করুণা ধারায় দৌত করো

মুক্ত করো পাপ।

রোগাক্রান্ত এ ক্বলব সুস্থ করো,

অনুশোচনা যে তাপ।

শুভ্র শীতল সুন্দর করো প্রভু

ক্লিষ্ট জমা মনে

বদ-গুমান সব সাফ করে দাও

ধারণা যত কুচিন্তনে।

সবার বিপদে মোরে কল্যাণী করো

হৃদয়ে জাগাও প্রীতি

তোমার জন্যে হোক প্রেম-বন্ধন

তোমার জন্যে বিচ্যুতি।

সংকীর্ণতা দূরীভূত করে ভরে দাও

বিবেকময় যে উদারতা

ঈমান আমলে পূর্ণ করে দাও হৃদয়

যা রয়েছে শূন্যতা।

তোমার অফুরান দয়ায় শুদ্ধ করো

ক্ষমার সিক্ত আলোকে

আমার উপর সন্তুষ্ট হয়ে ধন্য করো

অযোগ্য এই আমাকে।

১২, এপ্রিল ২০২০

কবিঃ কবি, সাহিত্যিক, এবং প্রবাসী বাংলাদেশী, ইউএসএ

 

আরও পড়ুন