Ads

সোশ্যাল মিডিয়ার ছবির ভিত্তিতে সাউথ আফ্রিকার মন্ত্রীর শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক, মহীয়সী

গতকাল বুধবার সাউথ আফ্রিকার যোগাযোগমন্ত্রী স্টেলা এনডাবেনি-আব্রাহামসকে লকডাউন বিধিমালা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তিনি এক হাজার ডলার জরিমানা দিয়েছেন।

জাতীয় লকডাউন চলাকালীন সময়ে তিনি প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রী মোদ্দুজি মানানার বাড়িতে গিয়েছিলেন । আর এই সময় তার বাসায় তিনি যে খাবার খান সেই খাবার খাওয়ার চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন  মোদ্দুজি মানানা । সেখানে দেখা যায় যোগাযোগমন্ত্রী স্টেলা এনডাবেনি-আব্রাহামসসহ বেশ কয়েকজন এক টেবিলে বসে আছেন ।

এই মাসের শুরুতে রাষ্ট্রপতি সিরিল রামাফোসা এনডাবেনি-আব্রাহামকে বিশেষ ছুটিতে রেখেছিলেন এবং কিন্তু  মানানার ইন্সটাগ্রামের ঐ ছবি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর  পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বুধবার এনপিএর মুখপাত্র ফিন্ডি মজোনডওয়ানে বলেছেন যে মন্ত্রী বেআইনীভাবে এবং ইচ্ছাকৃতভাবে মানানার বাড়িতে গিয়েছিল । “তদন্তে প্রমাণিত হয়েছে যে এই সফরটি কোভিড -১৯ বিধিবিধি অনুযায়ী প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ বা প্রয়োজনীয় পণ্য প্রাপ্তি, অনুদান সংগ্রহ বা চিকিৎসার যত্ন নেওয়ার উদ্দেশ্যে নয়।”

মজোনডওয়ান নিশ্চিত করেছেন যে এনদাবেনি-আব্রাহামের এখন এটা একটা  অপরাধমূলক কাজ করেছেন ।

এনপিএ বলেছিল, যে মন্ত্রীর এই শাস্তির মাধ্যমে জনগণকে এই  বার্তা দেওয়া উচিত যে আইনের দৃষ্টিতে সমস্ত নাগরিক সমান।

সূত্রঃ নিউজ ২৪ ও আল আফ্রিকা ডটকম

আরও পড়ুন