Ads

এবার করোনায় আক্রান্ত ক্রিকেটার নাজমুল ইসলাম অপু

নিউজ ডেস্কঃ

একে একে দিনের তিনবেলায় তিনজন ক্রিকেটার করোনায় আক্রান্তের খবর পাওয়া গেলো। প্রথমে সাবেক ক্রিকেটার ও বর্তমান ওয়ানডে  অধিনায়ক তামিম ইকবালের বড়ভাই নাফিস ইকবাল, দুপুরে সাবেক ওয়ানডে অধিনায়ক ও জাতীয় দলের খেলোয়ার মাশরাফি এবং সন্ধ্যায় জানা গেলো বর্তমান দলের ক্রিকেটার, বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাজমুল ইসলাম অপুও করোনায় আক্রান্ত।

মিডিয়ার সঙ্গে আলাপে নাজমুল ইসলাম অপু জানিয়েছেন, তিনি নিজের বাসায়ই চিকিৎসা নিচ্ছেন। অপু বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।’
এখন তিনি নারায়ণগঞ্জের নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে নারায়নগঞ্জের অসহায় মানুষদের নানাভাবে সাহায্য–সহযোগিতা করে আসছিলেন তিনি। করোনার সময় ব্যক্তিগত ও সম্মিলিতভাবে করোনা দুর্গতদের সাহায্য করেছেন নাজমুল। শুধু নাজমুল নন তার বাবা-মাও করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন