Ads

পাখির চোখ 

হাসান ওয়াহিদঃ

লেবুগাছের পাতাগুলো বেড়ার সাথে
জড়াজড়ি করলে অন্ধকার আরও কালো হয়
সেই ফিকে অন্ধকারে ফিসফিসিয়ে বলেছিল —
আমারও দুটি ডানা আছে।
সেই থেকে বিশ্বাস জাগে সব পাখির ওপর

মহানগরীর হাওয়াগুলো ভুল বকতে বকতে
পালিয়েছে বসন্তে
আমার সব পুলক অযত্নে শুকিয়ে গেছে
কথাগুলো লুটিয়ে পড়েছে পথে অসংখ্য
পালকের দীর্ঘশ্বাসে
ইচ্ছেগুলোতে লেগে আছে ছোট ছোট মৃত্যু
জানি আমাদের আর কোনোদিন দেখা হবে না তবু,পাখির চোখে পিছন ফিরে তাকাই

লেখকঃ কবি।

আরও পড়ুন