Ads

বইমেলায় সাড়া জাগিয়েছে আব্দুল্লাহ-আল-মামুরের ছড়ায় উড়াই ইচ্ছেঘুড়ি

বইমেলা প্রতিবেদক, মহীয়সী

মেলায় প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক আব্দুল্লাহ আল মামুরের ছড়াগ্রন্থ “ছড়ায় উড়াই ইচ্ছেঘুড়ি”। গ্রন্থটি প্রকাশ করেছে পরিলেখ প্রকাশনী। চার রঙা গ্রন্থটি ইতিমধ্যে মেলার শিশুদের দৃষ্টি আকর্ষণ করেছে। সাড়া জাগিয়েছে অভিভাবকদের মনেও। গ্রন্থটি পাওয়া যাচ্ছে সোহরওয়ার্দী উদ্যানের ৭১৩ নম্বর স্টলে। বইটি বিষয়ে লেখক বলেন, গ্রন্থটিতে যে ছড়াগুলো রয়েছে তাতে নৈতিক শিক্ষার পাশাপাশি হাস্যরসের মাধ্যমেও সমাজের কিছু বাস্তব চিত্রও তুলে ধরা হয়েছে। ছন্দ ছড়ায় হাসতে খেলতে শিশুরা গ্রন্থটি থেকে সমাজিক মূল্যবোধ শিখতে পারবে। আছে শিশুদের মনোজাতিক প্রসঙ্গ।

একটা শিশু নিজেকে বিভিন্ন ভাবে ভাবতে থাকে। কখনো সে ডাক্তার, কখনো সে ইঞ্জিনিয়ার, পুলিশ অথবা কখনো পাইলট হয়ে বিশ্বকে ঘুরে দেখার আগ্রহ থেকে তারা এমন কল্পনা করে। অর্থাৎ শিশুরা কল্পনা করতে ভালোবাসে। সেই কল্পনা বিষয়ও আছে ছড়া গ্রন্থের ছড়াগুলোতে। আছে শিক্ষণীয় বিষয়। যেমন কাউকে আমরা কটু কথা না বলে মধুর কথা বলবো, শব্দ ব্যবহার করতে হবে চিন্তা ভাবনা করে। মজার সব ছড়াগুলোতে বাচ্চারা ছন্দের তালে দুলতে দুলতে অনেক কিছু শিখবে বলে মনে করেন লেখক  আব্দুল্লাহ-আল-মামুর ।

আরও পড়ুন