Ads

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক কবি ও কথাসাহিত্যিক মুহম্মদ নূরুল হুদা

মহীয়সী ডেস্ক

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হচ্ছেন কবি ও কথাসাহিত্যিক মুহম্মদ নূরুল হুদা। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।এর আগে তিনি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন।

মুহম্মদ নুরুল হুদা ১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সত্তর দশকের একজন বাংলাদেশী প্রথিতযশা কবি। তিনি জাতিসত্তার কবি হিসেবেও পরিচিত। একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলা সাহিত্যের এই কিংবদন্তী মানুষটিকে বাংলা একাডেমির নতুন পরিচালক হিসেবে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত।অভিনন্দন প্রিয় কবিকে…সেই সাথে একরাশ শুভেচ্ছা।

আরও পড়ুন