Ads

মাসের নামকরণ

পর্ব 05 ও শেষ পর্ব:

অক্টোবর (October)ঃ
ল্যাটিন ‘অক্টো’ মানে আট আর ‘বার’ শব্দটি বিশেষণ হয়ে সাফিক্স হিসেবে ব্যবহার হয়েছে। ‘অক্টো’ শব্দটির অর্থ অষ্টম কিন্তু জুলিয়ান এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারে অক্টোবর হচ্ছে দশম মাস।

নভেম্বর (November) ঃ
বাস্তবে নভেম্বর মাস ১১তম মাস হলেও নভেম্বর মাস এসেছে ল্যাটিন ‘নভেন’ যার মানে নবম থেকে।

ডিসেম্বর (December) ঃ
বাস্তবে ডিসেম্বর দ্বাদশ মাস হলেও ল্যাটিন ‘ডিসেম’ মানে দশ থেকে ডিসেম্বর এসেছে ।

জুলাই (July)ঃ
জুলাই মাসের নামকরনের পিছনে ইতিহাস বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম রয়েছে। এই ৭ম মাস জুলাই মাসেই সিজার জন্মেছিলেন। সেই সময় এই মাসের নাম ছিল ‘কুইন্টিলিস’। এ মাসের নামকরণ জুলিয়াস সিজার নিজেই দিয়েছিলেন।

আগস্ট (August)ঃ
তৎকালীন রোমান সম্রাট অগাস্টাসের নাম অনুসারে খিস্টাব্দ ৮ম মাস আগস্ট মাসের নামকরণ করা হয়।

১ম পর্বের লিংক
https://m.facebook.com/groups/612915842147853?view=permalink&id=3398082920297784

২য় পর্বের লিংক
https://m.facebook.com/groups/612915842147853?view=permalink&id=3411661082273301

৩য় পর্বের লিংক
https://m.facebook.com/groups/612915842147853?view=permalink&id=3429152743857468

৪র্থ পর্বের লিংক
https://m.facebook.com/groups/612915842147853?view=permalink&id=3478301255609283

লেখকঃ কামরুজ্জামান জেমস, কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন