Ads

রোম কেন্দ্রীয় মসজিদে ঈদ জামাত বাতিল

মাঈনুল ইসলাম নাসিম,ইতালি থেকে

কোভিড-১৯ নতুন সংক্রমণ ঠেকাতে ইউরোপের সবচাইতে বড় মসজিদ ইতালির রোম কেন্দ্রীয় মসজিদ পবিত্র ঈদুল আজহার জামাতও বাতিল করতে বাধ্য হয়েছে। রোম গ্রান্ড মস্ক এবং ইসলামিক কালচারাল সেন্টার ইতালি আজ শুক্রবার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে, আসছে শুক্রবার ৩১ জুলাই ঈদের নামাজ ও জুমার নামাজ কোনটাই আয়োজন/উদযাপন করা হবে না।

ঐতিহাসিক এই মসজিদ লাৎসিও বিভাগের ভৌগলিক সীমানায়। চলতি জুলাইয়ের শুরুতে বাংলাদেশ থেকে বিমানের চার্টার্ড ফ্লাইট বোঝাই করে করোনা রোগী ইতালিতে আমদানি করার প্রেক্ষিতে লাৎসিও বিভাগীয় প্রশাসন ‘বাংলাদেশ এলার্ট’ জারি করলে ঘটনা পরম্পরায় আরোপিত হয় নিষেধাজ্ঞা।

সাংবাদিকঃ মাঈনুল ইসলাম নাসিম, ফ্রিল্যান্স সাংবাদিক ও ইতালি প্রবাসী বাংলাদেশী

আরও পড়ুন