Ads

করোনায় আক্রান্ত জাতীয় দলের সফলতম সাবেক অধিনায়ক মাশরাফি

নিউজ ডেস্কঃ
বাংলাদেশের কিংবদন্তী ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তোজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ দেখা দেওয়ায় গতকাল শুক্রবার নমুনা পরীক্ষা করান। আজ শনিবার তাঁর  করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে তাঁর শ্বাশুড়ি এবং শালিকার মেয়ের করোনা পজিটিভ আসে।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্বরত মাশরাফি করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নিরলস পরিশ্রম করে যাচ্ছিলেন। নড়াইল জেলাকে করোনার থাবা থেকে মুক্ত রাখতে যখন লড়ছেন, তখনই তার দেহে মিলল ছোঁয়াচে এই ভাইরাস। তিনি দেশবাসীর কাছে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

আরও পড়ুন