গাঁয়ের ছেলে অক্টোবর ৪, ২০১৯ আবু জাফর বিশ্বাস গাঁয়ের ছেলে পল্লী কোলে আমার বেড়ে উঠা, ফসল ফলে তাতে ঝরে রক্ত ঘামের ফোটা। সবুজে ঘেরা পাই শোভা তেপান্তরের মাঠে। শাপলা ফোটা পদ্ম পাতা কাজলা দিঘীর ঘাটে। নৌকার দাঁড় টানে মাঝি উজানে ধরে গান, লাঙ্গর চাষ করে চাষি ফলায়…
মাদক নেশায় সেপ্টেম্বর ১৬, ২০১৯ আবু জাফর বিশ্বাস মাদক নেশায় যুব সমাজ হচ্ছে তারা নষ্ট, বাবা মায়ের স্বপ্ন গুলো ভেঙে'যে পায় কষ্ট। নেশার ঘোরে ঐশী করেছে নিজের বাবা খুন, মাদক নেশায় সবাই মত্ত নেইতো ভালো গুণ। মাতাল হচ্ছে গ্রাম শহরে…