শীতের শিশির জানুয়ারি ১৬, ২০২০ মাহমুদা লাভলী শীতের শিশির সন্ধে হ'তে রাতভর টলটলে স্বপ্নঘোর এ মাতাল, ভোর হলে কান্না হয়ে ঝরে বিন্দু বিন্দু শিশির । টলমলে গাছের পাতায় - ঘাসের ডগায়।। কেউ শিশিরজলে চোখে আঁকে শীতলতা। কেউ চলে পায়ে চাপা দিয়ে - শিশির বিন্দুর জীবন কাহিনী…
শৈশবের শীত নভেম্বর ২৩, ২০১৯ অসিমা দাস দৃষ্টি হিমহিম শীতল হাওয়ায়, ছোট গাঁয়ে মন চলে যায় পিঠে পুলির ঘ্রাণ আর শিশির ভেজা সকাল যেথায়। প্রথম ভোরের ঝলকানিতে শিশরকণা হাসতো সেথায় আমরা সকল বিচ্ছু মিলে পদ্ম ফুল আর শিউলি তুলে, দলবেঁধে ছুটতেম খেজুর রসের কলস আনবো বলে। খেজুর…