Ads

কবিতা

হেমন্ত

      ফারহানা শরমীন জেনী
কুসুম ভোরে সবুজ ঘাসেই
যেই ধরেছি হাঁটা
অমনি যেন ভোরের শিশির
ভিজিয়ে দিলো পা’টা।
নবান্নের এই মিষ্টি দিনে
কার্তিক মাসের রোদ
হৃদয় যেন দোলায় আমার
মিষ্টি রোদের খোঁজ।
পিঠা পুলির সুঘ্রাণ আসে
সকল বাড়ি থেকে
নতুন বউ ঢেঁকির তালে
উঠছে শরীর কেঁপে।
নতুন নতুন গয়না গড়ায়
ছ্যাকড়া বেজায় ব্যস্ত
বউ ঝিরা সব পুলক মেখে
বাটেন পিঠার পোস্ত।
হেমন্ত ছুঁয়ে আসছে উড়ে
হাড়কাঁপানো শীত
উত্তরী বায় আসছে ধেয়ে
গেয়ে শীতের গীত।
০৭/১১/২০২০
রাজশাহী

ফারহানা শরমীন জেনী,কবি,সাহিত্যিক ও সহ-সম্পাদক

আরও পড়ুন