Ads

“ম” কাব্য 

উপলব্ধি

 -নুরে আলম মুকতা
বহুদিন পরে
জানলাম যে কেউ কেউ
শুধু জৈবিক নিঃসরণের  জন্যেই
ঘর বাঁধে!
ভালোবাসার মানবীয় অসীম
সৃষ্টি ওদের বুকে
আঘাত হানে না !
কখনও কখনও
অবিশ্বাস আর অবহেলার
পাঁচিল তুলে ,
অবগাহন করে
সৃষ্টির বিস্ময়ে।
বিস্মিত অভাজন
তবুও তো মাঝখানে জানলাম ।
তিনটি শব্দের এত তেজ
নিয়ে ওরা যাপন করে জীবন!
শব্দ কুহকের মন্ত্রনা
কিছুই মানে না ;
যান্ত্রিক অচলাতয়নের
ঘোর গর্ভ নিঃসৃত
সৃষ্টির কাছেও ওদের
দাম্ভিকতা !
হায় আল্লাহ, তুমি জানো
প্রেমের সমাধির পরে ওরা
দাঁড়িয়ে উল্লসিত ।
বিস্মিত হৃদে হতবাক
মুক শব্দের যন্ত্রনায় দগ্ধ
এ হৃদয় বার বার ক্ষত বিক্ষত !
অবশ্যম্ভাবী পতনের কড়া
নেড়ে নেড়ে অনবরত ক্লান্ত ।
পরিশ্রান্ত এ বুকের
নিরন্তর দহন নিয়ে ,
স্তব্ধ আমি চেয়ে থাকি
অসীম শুন্যতায় !

নুরে আলম মুকতা,কবি,সাহিত্যিক ও সহ-সম্পাদক।

আরও পড়ুন