Ads

—– হোসনে আরা মেঘনা
গরীবুল্লার ধন ভান্ডারে
কামলা খাটে ধনা,
রূপার দ্বারে ঝুলি হাতে
ভিক্ষা মাগে সোনা।
প্রেম-দুলালের প্রেম হলোনা
কেউ দিলোনা সাড়া,
দুঃখুর ঘরে বউ আছে তাও
আরেকটা বউ খাড়া।
শ্যামা একটু কালো বটে
কদর করে সবাই,
প্রেমার আজি বিয়ে হয়না
গুণে বেগুণ তাই।
আবুল-হাবুল-ক্যাবলা-ক্যান্দর
ওরাই পাড়ার দাদা,
রাজা-খাজা-উজির-নাজির
গাধার চেয়েও হাঁদা।
বিশেষ্য আর ক্রিয়ার মাঝে
হরদম বিবাদ প্রায়,
ক্রিয়া-কর্মে হও মহিয়ান
বিশেষ্যতে নয়।

 

হোসনে আরা মেঘনা,কবি ,সাহিত্যিক ও সহ-সম্পাদক,মহীয়সী।

আরও পড়ুন