Ads

আজ আবুল মনসুর আহমদের ১২২তম জন্মদিন

আজ ৩ সেপ্টেম্বর উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১২২তম জন্মদিন। ১৮৯৮ সালে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধানীখোলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা সাহিত্যের অন্যতম বিদ্রূপাত্মক রচয়িতা আবুল মনসুর আহমদ ছিলেন একাধারে একজন সাহিত্যিক, রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক।
আবুল মনসুর আহমেদ একজন শক্তিমান লেখক ছিলেন। তিনি ব্যঙ্গাত্মক রচনায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন।

গ্রন্থসমূহঃ
ব্যঙ্গরচনা
আয়না (১৯৩৬-১৯৩৭)
ফুড কনফারেন্স (১৯৪৪)
গালিভারের সফরনামা

স্মৃতিকথাঃ
আত্মকথা (১৯৭৮, আত্মজীবনী)
আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)
শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু (১৯৭২)।

আবুল মনসুর আহমেদ ১৯৭৯ সালের ১৮ মার্চ ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জন্মদিনে ভালোবাসা ও গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি।

✍ মো. আহসান হাবিব
    শিক্ষার্থীঃ রাবি

আরও পড়ুন