Ads

অতুলনীয়

 

★ এই যে খোকা, বল দেখি—
কার হাসিটা সুন্দর ?
: “মায়ের হাসি শান্তি বিলোয়
হৃদয়ের সুখ-বন্দর”

★ কার কথাতে মধুর যাদু
শিল্প ঝরে পড়ে ?
: “মায়ের কথার অমীয় ধারায়
সকল দুঃখ হরে।”

★ কার কণ্ঠের শান্ত সুরে
যন্ত্রণারে ভোলায় ?
: “ঢুলুঢুলু চোখ ঘুমিয়ে পড়ে
মায়ের গানের দোলায়”।

★দেখো দেখি মেলে আঁখি—
শ্রেষ্ঠ সুন্দরী কে ?
: “সবার আগে চোখে পড়ে
আমার কালো মা’কে”।
####################

লেখক–হোসনে আরা মেঘনা, কবি, সাহিত্যিক ও ছড়াকার, মডারেটর মহীয়সী প্যানেল।

আরও পড়ুন