Ads

অন্তিম যাত্রা

।। মোহাম্মদ এমদাদ হোসেন ।।

আমার সমস্ত স্বপ্ন যখন চূর্ণ হয়ে যায়

আমার সকল আশা যখন ভেঙ্গে যায়

সমগ্র জীবন যখন যুদ্ধে পরাজিত হয়

চাওয়া পাওয়ার হিসেব যখন শূন্যে মিলিত হয়,

আমার স্বপ্নের মানুষগুলো যখন হারিয়ে যায়

স্থাবর অস্থাবর সম্পত্তি যখন লুট হয়ে যায়

তারুণ্যের অহংকার যখন ধূলায় পর্যবসিত হয়

রোগাক্রান্ত জীর্ণশীর্ণ দেহ যখন দূর্বল হয়ে যায়

পরম প্রাপ্তির লাল সংকেত যখন বাজতে থাকে

চাতকীর তেষ্টা যখন স্ফটিক হয়ে উঠে;

তখন শ্রদ্ধাবনত মস্তকে

তোমার কাছেই নত হই

তখন ক্ষমা চাইতেই ভাল লাগে

আমাকে ক্ষমা করো, ক্ষমা করো

হে আল্লাহ, তোমার নামাযের মাধ্যমে

আমাকে তাকওয়া দান করো

পবিত্রতা দান করো

তোমার পূর্ণতায় পূর্ণ করো তৃপ্ত করো

ঈমানে সিক্ত করো আমার অন্তিম যাত্রা।

কবিঃ কবি, গল্পকার এবং সহযোগী  অধ্যাপক, বিজনেস প্রশাসন বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা,গল্প,কবিতা পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক!  আপনি আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন,“তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) ।আসুন আমরা বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই। আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

ফেসবুকে কবি মোহাম্মদ এমদাদ হোসেন

আরও পড়ুন