Ads

অপেক্ষা

 

জিম্মি মানুষ, অপেক্ষায় তারা,
হাসবে আবার,হাসবে আপন ধরা।
জাগবে মানুষ, জাগবে এই ধরা,
বিশ্বটা যে তাদের হাতে গড়া!

শিশুরা আবার হাসবেই হাসবে,
খুব খুশিতে আপন মনে ভাসবে।
শূন্য মাঠ আবার হবে পূর্ণ,
করোনার জাল করবে তারা চূর্ণ।

মানুষ তার আগের ধারায় ফিরবে,
করোনার জাল ছিঁড়বে তারা ছিঁড়বে।
নিভু নিভু প্রাণ জ্বলবেই জ্বলবে,
করোনার দল দলবে তারা দলবে।

বিশ্বটা আবার হাসবেই হাসবে,
আশার আলোয় নতুন করে ভাসবে।
বিশ্বটা আবার ঘুরবেই ঘুরবে,
করোনাকে মুড়বে মানুষ মুড়বে।

জব্দ মানুষ, অপেক্ষায় তারা,
হাসবে মানুষ, হাসবে আপন ধরা।
অতীত জঞ্জাল হোক পদদলিত,
সুন্দর জীবন হোক পরিচালিত।

বিশ্বটা নতুন করে সাজবে,
আশার আলোয় বাঁচবে মানুষ বাঁচবে।
দরকার এবার শক্ত মনোবল,
অচল বিশ্ব হবে আবার সচল।

ওঠবে জেগে শিশুর কোলাহল,
ওঠবে হেসে শিশু -কিশোর দলবল।
প্রাণে প্রাণে প্রাণ দাও বিলায়ে,
মুক্তির পথ খোদা দেবে মিলায়ে।

 

মোহাম্মদ মনিরুল ইসলাম- কবিও চিত্রশিল্পী  

আরও পড়ুন