Ads

অবশেষে তোমাতে

 

এই যে তোমাকে ছেড়ে দিলাম
কি ভাবছো তুমি?
আমার উদারতা, মহানুভবতা!
একদমই না।
আমি ঠিক অতোটা উদার হতে পারি না
যতোটা হতে গিয়ে আমি হারিয়ে ফেলবো
তোমার গায়ের গন্ধ!

সারাবিশ্বের আনাচে কানাচে সব জায়গায় আমার নিঃস্বার্থ ছোঁয়ায় ভালবাসার বীজ বুনে যাবো।
শুধু তোমার বেলায় আমি ভীষণ হিংসুটে।

মহান হতে চাই না,
ছাড়তে রাজী নেই একচুল ও তোমার অস্তিত্ব ।
তোমার চারপাশে কক্ষপথে শুধু আমারই অবস্থান।
আমি চাই তোমার অস্তিত্বে আষ্টেপৃষ্টে থাকতে।

তোমার অক্সিজেন হয়ে, তোমারই আশপাশে ঘুরে বাড়াই।
বোঝনা তুমি, বুঝতে চাওনা
তাই তোমাকে দিলাম ছেড়ে
অক্সিজেন ছাড়া পৃথিবীতে।

আমি ঠিক অতোটা উদার নয়
তোমাকে অন্য কারো হতে দেখে
মহানুভবতায় ক্ষমা করে দিবো তোমায়!

হিংসুটে মনের কাছে,
আমি চুলচেরা হিসেব কষবো
সমস্ত স্মৃতি নিয়ে করবো তোমাকে শূন্য
দেখি তুমি স্মৃতি ছাড়া বাঁচো কি করে?
স্বর্ণলতার জীবন নিয়ে শুধু এপাশ ওপাশ হয়!
ভালবাসাটা ঠিক রয়ে যায়।

 

সোহানা চৌধুরী- কবি  

আরও পড়ুন