Ads

অবেলায়

                  আসফিয়া নিরু

           বর্ষা মুখর নিরব নিশিথ সাঁঝে
তুমি এসেছেন নীরবে
নয়ন দুটি মেলিয়া,
যত কথা মোর
ছিলো প্রাণেতে জমিয়া,
সব বাঁধ আজ
সহসা পাপড়ি মেলিয়া
ঝরিলো তোমার ওদুটি কর পল্লবে ।
তুমি তুলিয়া লইলে
মাথার মুকট করিয়া,
মাথা রাখি কোলে , কত কলোরোলো
বুঝালে আমায় শত আঁখি জলে ,
ভালোবাসো মোরে বুকের অতলে,
আমি বুঝিয়া সে কথা
করেছি বারণ,
ভালোবেসো নাকো ভাবিয়া আপন,
কষ্টের বিষে নীল হবে শেষে ,
পাবেনা আমারে কাছে হায়,
আমি চলে যাবো তোমা
ছেড়ে কোন অবলায়।

আসফিয়া নিরু – কবি।

আরও পড়ুন