Ads

অভিষেক

 

বকুল বিছানো এ পথে
তুমি এসেছো নীরবে
ক্লান্ত চরণে চাহিয়া—
আমি খুলে দিনু দ্বার
অবগুন্ঠন রাখিবো না আর
তোমাতে আমাতে একাকার আজ
ভুলে যাবো মোরা আছে যত লাজ,
প্রাণেতে প্রাণেতে করি কানাকানি,
আমারা রচিব অমর কাহিনী
সব শৃঙ্খল ভেঙে দিয়ে আজ
তোমারেই সাথে লব,
আমার হাসির আড়ালে কেবল
তোমাতেই মিশে রব।
আমরা দুজনা চলবো এ পথে
যত দিন পথ চলি
তারপরে পথ শেষ হয়ে যাবে
আর তো তখন কিছু নাহি রবে,
রহিবে শুধুই প্রেমের কাহিনী,
গাহিবে সবাই সেই সে রাগিব,
ভৈরবে মল্লারে,
দুজনাই মোরা ইতিহাস হবো,
নিজেদের কথা লিখে রেখে যাবো,
বিশ্বের জনে জনে।

 

আসফিয়া নিরু- কবিও সাহিত্যিক

আরও পড়ুন