Ads

অসীম পথের যাত্রী

ইকবাল খান

তোমার চোখের বাসন্তী -কৃষ্ণচূড়ায় আজ তুলট তুষার ;
চিলের ডানার মতো ধূসর তোমার তাবৎ কেশরাজি !
জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বারংবার তোমার তীব্র নিঃশ্বাস !
প্রায় অসার হাতপা কিঞ্চিৎ নড়াচড়া ,
একসমুদ্রসম জলপানের অতি ব্যাকুল তৃষ্ণা ;
যেন চৈত্রের বিরাণ ফসলের মাঠ!
ইহজগৎ আজ তোমার কাছে অতি তুচ্ছ ;
একটুকরো খড়কুটুর চেয়েও মূল্যহীন !!

তোমার বুজে থাকা চোখ খুলে সযতনে ডাকলেও তুমি নির্বিকার !
যার চোখের ইশারায় সাঁতরে বেড়াতে হিমশীতল অকাল পাথার,
পারলে এনে দিতে আকাশের চাঁদ !
আজ তাঁর সকল করুন আকুতি বার বার ব্যর্থ !

অনেক দামি হাসপাতালের অতি মহানুভব কমান্ড্যান্ট স্যার
যারপরনাই চেষ্টা করেছেন
তোমায় আগের পথে ফেরাতে ,
কিন্তু হায়! তুমি অনড়, অবিচল তোমার নিজ গতিতে !
সবার সকল সকরুন আকুতি ব্যর্থ করে আজ তুমি অসীম পথের যাত্রী !

কবিঃ ইংরেজি বিভাগের শিক্ষক,
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ,
বিজিবি সদর দপ্তর, বিজিবি ৩ নং গেইট সংলগ্ন,
পিলখানা, ঢাকা ।
নটরডেমিয়ান

আরও পড়ুন