Ads

অহর্নিশ

বিপাশা হাবিব আরজু

তুমি নগর গড়ায় ব্যস্ত আছ
আমি হীম শীতলতায় ধরাশায়ী
ত্রাণের বস্তা হাতে তোমার তৃপ্তির হাসি
আমি হলদে ফুলের শিশির
গালে ঝরিয়ে
মেছতা মোছার বিশ্বাসে মাতি
তুমি ওম খোঁজ কম্বলের তলায়
আমি শীত বুড়োর সাথে ঝগড়া করি
তুমি শীত বিনোদনে রোদ কিনে ফের
আমি পুকুরের জলে কুয়াশা সরাই
বাতাসের কানে খবর পেলাম —
তুমি আকাশ কিনতে মহাকাশযানে
আমি দূর্বাঘাসের ডাকে মাটির পথে
কখনো সে পিচ্ছিল, কখনো মসৃণ
কখনো চৌচির।

বিপাশা হাবিব আরজু – কবি ও সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন