Ads

আমাকে সাথে নিয়ে যাও

———আবু সাইফা

দখিনা বাতাসে তুলেছে বাদাম স্বপ্নের নাও
মাঝি যেখানেই যাও
আমাকেও সাথে নিয়ে যাও!

আমাকে নামিয়ে দিও উজানের কোনো খেয়াঘাটে।
দিনমান ঘুরে ঘুরে দেখবো সেই হাটে —
কারা আসে কারা চলে যায়,
কারা এই বন্দরে প্রিয়কে হারায়।

আমার পুরনো বন্ধুরা যদি কভু নোঙ্গর ফেলে
তাদের সাথে মিলবো আমি সব অবহেলে
সব পিছুটান, সবকিছু ভুলে যাবো।
শৈশব – কৈশোর, যুবাবয়সের সব স্মৃতি খুঁজে পাবো
বন্ধুবর্গ সহবাসে,
আমার শিশুকাল যদি ফিরে আসে
সেই হবে ঢের বেশি পাওয়া।

মাঝি, বইছে প্রবল দখিনা হাওয়া–
পাল তুমি তুলে দাও, আর কর না ক দেরি।
উজানস্রোত ভেঙে তরতর বেগে চলুক তোমার তরী
মধুমালার দেশ পানে মদনকুমারের নৌকার মত করে।

আমাকে নামিয়ে দিয়ে আরাধ্য বন্দরে
তারপর তুমি চলে যেয়ো মন যেদিক চায়,
অথবা নোঙ্গর ফেলো ফিরে গিয়ে বাড়ির আঙিনায়।

আবু সাইফা – কবি ও সহ-সম্পাদক,মহীয়সী।

আরও পড়ুন