Ads

আমায় ক্ষমা করিস বোন

মোঃরুহুল আমিন

একে একে কতো মা বোনের নাম
তালিকা থেকে গেছে হারিয়ে,
সিলেট থেকে নোয়াখালী
চলছে দেশ জুড়ে আহাজারি,
সময়ের বিবর্তনে অতীতের সব অবিচারের কষাঘাতে ,
ভুলে গেছি আমিও বোন তোমাদের নাম
কিছুদিন ফেইসবুকে সরগরম ছিলাম
সময়ের পরিক্রমায় পুরনো পত্রিকার স্তুপে
জমে আছে হাজারো মা বোনের হৃদয়ের দগ্ধ ক্ষত,
মিডিয়ার কভারেজের আড়ালে হারিয়ে
অভিশাপ দেয় এই জাতিকে,প্রার্থনাতে চোখের জলে।
ধর্ষক কিংবা লোকলজ্জার ভয়ে মা বোন আমার
গৃহহীন হয়ে ভেসে বেড়ায় ভাসমান জীবন নিয়ে!
কিছুদিনপর আসে নতুন মা বোনের ধর্ষণের খরব
পুরনো গুলো যায় হারিয়ে,
ধর্ষক চুপিসারে ফিরে জেল থেকে ঘরে!
আমায় ক্ষমা কর বোন,আমায় ক্ষমা কর
আমায় ক্ষমা করো মা,আমায় ক্ষমা করো,
আমি তোমায় অসহায় ছেলে
অভিশাপ আমায় দিও না মাগো
আমি করছি প্রতিবাদ দূর থেকে,কষ্টের লোনাজল ফেলে
আমি নিরীহ পেশি শক্তি নাই,
কলমে আঁচড়ে আমি প্রতিবাদ জানাই।

দগ্ধ আমার হৃদয়ে চারদেয়াল
দূর থেকে রাজপথে নেমে প্রতিবাদ করার
সৌভাগ্য আমার নাই,
নিজে নিজেই কুঁকড়ে যাই ঘৃণার পাহাড় বুকে নিয়ে
ইনসাফ দেওয়ার ক্ষমতা আমার যে নাই!
আমায় ক্ষমা করিস বোন,আমি কিছু করতে পারিনি,
ইনসাফের দরজায় আজ, গুন পোকায় ধরেছে
আমায় তুই ক্ষমা করে দিস বোন
মাকেও বলিস অভিশাপ থেকে মুক্তি দিতে আমায়!!

মোঃরুহুল আমিন কবি,  সাহিত্যিক ও সৌদী আরব প্রবাসী।

আরও পড়ুন