Ads

আমায় ডেকে বলে

 

মুক্ত আকাশ বলে আমায় ডেকে,
কোনো খানে নেই সীমানা–
ঘুরতে যাবি কে কে?
আমি বলি, নাও যদি ভাই সাথে–
তোমার গালে চুমু দেবো এঁকে।

বাতাস আমার কানে কানে কয়,
প্রাপ্তি ছাড়াই ভালোবাসা
বিলিয়ে যেতে হয়।
ভালোবেসে ফতুর হওয়ার লাগি
আমার মাঝে নাই যে মোটে ভয়।

পাখি আমায় জানায় মিষ্টি সুরে,
আদর সোহাগ বিলি করি-
ডানায় উড়ে উড়ে,
সঙ্গী হয়ে দেখবি নাকি আকাশ?
কিম্বা যাবি দূরের পাহাড় চূড়ে?

বৃষ্টি আমার দৃষ্টিকে দেয় খুলে–
সকলকে তুই নাইয়ে দিবি
ধনী-গরীব ভুলে।
আমার চোখে তোরই জলের ধারা
কেমন বহে- দেখ না নয়ন তুলে।

ফুলের হাসি প্রজাপতির ডানা–
ডেকে বলে, হাসতে তোকে
কে করেছে মানা?
হাসি যে ভাই তোরই কাছে শেখা,
এ কথা যে সবার আছে জানা।

জোনাকিদের মিটিমিটি আলো
হেসে বলে, ভয় পেয়ো না-
যতই আসুক কালো।
সকল আঁধার দূর করে দাও–
আপনাকে জ্বালো- আপনাকে জ্বালো।

রফিকুল্লাহ কালবী- কবি 

আরও পড়ুন