Ads

আমিত্ব

 

হে প্রভু, কতটা নির্বোধ আমি
সবসময় ভাবি আমিই আমি
আমি তো আসলে তুমি।
তুমি শক্তি দাও, তাই আমি চলি
আমি ভাবি আমি চলি।

তুমি বিপদে ধৈর্য্য দাও
অথচ ভাবি আমি ধৈর্য্যবান
তুমি ক্ষুদায় অন্ন দেও
আর ভাবি আমি,
আমিই অন্ন যোগার করি।

তুমি আমার মাঝে
মমতা আর ভালোবাসা দাও
আমি তা বিতরণ করি
তোমার দয়া, করুণায় সিক্ত আমি
তুমিই তো কর সব
তাহলে আসলেই কি
আমিই আমি! না তুমি?

আমি আমার আমিত্বে বন্দি
মুক্ত কর আমায় তুমি প্রভু
বিলুপ্ত হতে চাই আমি তোমারই মাঝে
আমায় তুমি দয়া কর, করুণা কর
নিজের এই খোলস খুলে আমি
ধন্য হতে চাই প্রভু।

কি তোমার অপার মহিমা।।

লেখকঃ রাবেয়া বারী জুঁই, কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন