Ads

ইট পাথরের বেড়া

 

প্ল্যান-পরিকল্পনা পাশ করো
শিখাও কাজের ধারা
ইঁটের সাথে ইঁট গাঁথিয়ে
বানাও প্রাসাদ- চূড়া।

আরসিসি-তে কত রডে
কত খোয়া লাগে
নিয়ম শিখাও মিস্ত্রীকে
সিমেন্ট কত ভাগে।

বালুর ভাগটা বেশি হলে
গাঁথুনী হয় ভঙ্গুর অতি
রড-সিমেন্টের অধিক মিশ্রণ
দেয়না যোগান অর্থনীতি।

কত বর্গফুট মেঝের কাজে
টাইলস -মোজাইক লাগে কত
কোন্ পাথরের কারুকাজ
ঝলক মারে চাঁদের মত।

কোন বিল্ডিং এ কত খরচ
বরাদ্দ কত সরকারী
বিল্ডিং গড়ায় ক’দিন লাগে
কন্ট্রাক্টরকে দাও প্রাক্কলন গড়ি।

ইঁট-পাথরের হিসেব তুমি
বরাবরই মিলাও ভারি
রক্তে গড়া মনের কাছে
শিখো আজি শুভঙ্করী।

চার চাকার গাড়ি তোমার
আট তলার বাড়ি
বিলাসবহুল আলিসান জীবন
বৈভব ঝুরি ঝুরি।

কোটি টাকার ইঞ্জিনিয়ার
গড়েছো সম্পদ-চূড়া
তবু মনের সাথে মন মিলেনা
মাঝে ইঁট -পাথরের বেড়া।

হোসনে আরা মেঘনা – কবি 

আরও পড়ুন