Ads

ইতিহাস তুমি কোরোনা ক্ষমা

-মেহনাজ তাবাসসুম

নদীর স্রোতের মতো বহমান তুমি
কিংবা তারও চেয়ে গতি দুর্বার
সময়-
তুমি কোরোনা ক্ষমা আর এইবার।

যে শিশুটি জন্মাবার আগেই
হারিয়েছে পিতা
যুবতী পরেছে বিধবার বেশ,
কিশোরীর গুমরে গুমরে বোবা কান্না
শিশুর আর্তচিৎকার,
নিরপরাধ কিশোরের গলাকাটা লাশ
ষাটোর্ধ্ব বৃদ্ধের বুকে গুলি
অমানবিক নির্যাতনে পঙ্গু যুবকের
থেমে গেল জীবনের সাধ
বিচারের প্রহসনে তারাই অপরাধী আজ।

অযথা বিধ্বস্ত জনপদ
ভিটেছাড়া শত শত স্বপ্ন জীবন
মায়ের বুকের মানিক আর
বোনের প্রিয় ভাই-
একে একে যাদের লাশ
পড়ে থাকে পথে- ডোবা- নালায়।

সত্যাশ্রয়ী প্রতিবাদীর কন্ঠ ধরে চেপে
রক্তে কেনা স্বাধীনতা ওঠে নিলামে

পাপের খতিয়ান বড় বেশি ভারী আজ।

জানি ইতিহাস জানেনা ক্ষমা
তবু এ আকুতি আমার
ইতিহাস-
তুমি কোরো না ক্ষমা
কোরো নাকো ক্ষমা
অন্তত এই শেষবার।

মেহনাজ তাবাসসুম – কবি ও সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন