Ads

ইভান ইলিচের অন্তিম শব্দেরা

সোহেল মাহমুদঃ

জন্মের সত্য নিয়ে এসেছিলাম
মৃত্যুর সত্য নিয়ে চলে যাব!
যাপিত জীবন তবে কি?
এই প্রশ্ন শৈশবের বাতাসেও ছিল
এখন বার্ধক্যের বাতাসে উড়ে।
ঠিক মনে নেই
জন্মের চিৎকারেও সেদিন মৃত্যুর হুমকি ছিল কি না!
জীবন গাছের পাতা সত্য
ঝরে পড়বে হঠাৎ সত্য
সকাল-বিকাল সন্ধ্যাতারায় মরণ ঘন্টা বাজে!
আমিও আজ মরার প্রভুর শপথ নিয়া কই,
দুর্বিষহ জীবনের মুকুট ছুড়ে ফেলে
অভিশপ্ত মৃত্যুর গলা চেপে ধরবোই!
তারপর
ইভান ইলিচের অন্তিম শব্দের মত আমিও বলবো
ডেথ ইজ ওভার, দেয়ার ইজ নো মোর ডেথ!

লেখকঃ কবি।

আরও পড়ুন