Ads

ইলিশের আবেদন

শাহ্ জালাল

আমি ইলিশ জাতীয় মাছ
বাংলাদেশের ভাই।
সারা দেশের মানুষের কাছে
আবেদন আমার এই
আমি যখন জাটকা থাকি
কেউ ধরো না আমায়।

আমি শুধু পহেলা বৈশাখে
পান্তার সাথী হতে চাই না।
সারা বছর পরিতৃপ্ত করতে চাই
দেশের মানুষের রসনা।

আমি নিছক মাছই নই,
একটি জাতীয় প্রতীক।
তোমাদের ছাড়তেই হবে
জাটকা নিধনের বাতিক।

আমায় যদি বাড়তে দাও
বড় ইলিশ হবো আমি।
আমার অভয় আশ্রম যদি হয়গো নিরাপদ,
আমি হবো দেশের এক মুল্যবান সম্পদ।

শাহ্ জালাল – কবি।

আরও পড়ুন