Ads

ঈদের খাবার

 

 

জামাই অাছে ভীষণ ভয়ে
খেয়ে বেজায় পাঁপড়
পেটের মাঝে মেঘ ডাকলেই
ভুঁড়িতে দেই চাপড়!

শব্দ হলেই চমকে বলে
কী যে হলো হায়!
ভাবে খাবার সামনে হলেই
সবগুলো কে খায় ?

খাসির গোস্ত, গরুর গোস্ত
নুডুলস, পাপড় ক্ষীর
আরো নানান নাস্তা খেয়ে
বর হয়েছে বীর!

কিন্তু হঠাৎ পেটে মোচড়
এবং মেঘের ডাক!
বেশি খেয়ে জামাই বাবুর
এবার চিচিং ফাঁক!

গোশতো খাবেন নাস্তা খাবেন
সীমার মধ্যে গুরু!
নইলে হবে নিম্নচাপে
তেল বেরুনো শুরু।

আব্দুল্লাহ আল মামুর- কবি  

আরও পড়ুন