Ads

ঈদ

 

হৃদ আকাশে যাচ্ছে বয়ে ঝড়,

চমকিছে বাজ শব্দ কড়াৎ কড়।

ধুকধুকানি বাড়ছে মনের মাঝে,

অস্থিরতা সকাল দুপুর সাঁঝে।

মন ঘোড়াটা তালবেতালে ছোটে,

শান্তি সুখের গোলাপ নাহি ফোটে।

প্রতি ঈদে মা থাকে মোর পাশে,

এবার তো আর থাকবে না মা-

হৃদয় পুড়ে হচ্ছে তামা,

মা জননী গেছে চলে

শান্তি সুখের আশে।

ছেলের বৌ-এর কটু কথা,

মা জননী পেল ব্যথা।

চলে গেল মেয়ের বাড়ি

গাট্টি গুট্টি বেঁধে,

আমার সকল কান্নাকাটি

সবই বৃথা হলো মাটি।

ঈদ হবে তাই মাকে ছাড়া

মরছি কেঁদে কেঁদে।

 

খোশবুর আলী – কবিও সাহিত্যিক   

আরও পড়ুন