Ads

এসো আমরা মানুষ হই

তাসনীম মাহমুদ

দারুণ অসহায় সময় কাঁধে
বন্ধ্যা নদীর মতো বয়ে চলা আমাদের—
শোক-তাপ-পাপ;
বিচারহীন কী এক সুশীল ব্যবস্থা এই!
এখানে নরহত্যার হাতেখড়ি রাষ্ট্রীয় সনদের
প্রথম পাঠ। এখানে আমলাপাড়ার দিবালোক
ছিনতাই করে নেয় কুমারীর সম্ভ্রম; মায়ের মর্যাদা।

টুঁটিহীন মেরুদণ্ড নিয়ে ঘরে ফেরা বাজখাঁই নেতা
কোথায় সে-সব বিনির্মান শ্লোগান;
আয়েসি স্বপ্নের মখমলি জীবনে
মিলিয়ে গ্যাছে কি পেঁজা পেঁজা বক্তব্য তোমার?

তামাশার মন্দিরে ছিপ ফেলে
অদূরেই বসে আছে কলম সৈনিক!
ভাঁড়ের মতো ন্যাকামো করে করে
যশ চায়, খ্যাতি চায়, গোলামি চায়—
সুতরাং কলম; কলম হয়ে উঠতে পারছে না।

কে আছো! কাকের মতো ভালো বেসে বেসে
এসো আমরা মানুষ হই।— যেখানে
ইঁদুরের বিস্কুটে দর কষাকষি; লুটপাট নেই
ক্ষুধার মিছিলে দারিদ্র্য; রুটির অভাব আর
বেশ্যার পারিশ্রমিকে যাজকের ভাগাভাগি নেই।

২৪.০৮.২০২০

তাসনীম মাহমুদ – কবি।

আরও পড়ুন