Ads

এসো বৃষ্টি ভিন্নরূপে

 

বৃষ্টি তুমি আসবে জানি
দেবনা ব্যাঙের বিয়ে,
মিনতি এবার, আসবে কিন্তু
নতুন এক রূপ নিয়ে।

আসলে তুমি শেষ হবে আজ
অপেক্ষার এই পালা,
তোমার স্রোতে ধুয়ে যাক আজ
বাংলার সব জ্বালা।

বর্ষণে আজ দাও মুছে দাও
দুঃখীর চোখের পানি,
আশার বানী শুনুক এবার
অভুক্ত মুখখানি।

দাও ফলিয়ে বৃষ্টি তুমি
ফসল রাশি রাশি,
দাও ফুটিয়ে চাষির মুখে
ভালোলাগার হাসি।

এনে দাও আজ বৃষ্টি তুমি
সতেজ পরিবেশ,
দাও এনে দাও প্রতি ঘ্রাণে
মিষ্টি মাটির রেশ।

সাফ করে দাও যেমন তুমি
ময়লা-আবর্জনা,
ঠিক তেমনি সাফ করো আজ
মানুষের মন খানা।

আশায় আছি এরূপ নিয়ে
আসবে বাংলাদেশে,
তোমার ছন্দে গড়ব এদেশ
নিত্য নতুন বেশে।

সৎ হব আজ, নিচ্ছি শপথ
প্রতি ক্ষণে ক্ষণে,
পরিশুদ্ধ হয় যেন দেশ
তোমার আগমনে।

হিসান আল আবরার- কবি 

আরও পড়ুন