Ads

কথার মাশুল

-মাহফুজুর রহমান আখন্দ
.
শিউলিতলায় তোমার পরশ
গন্ধবকুল মাখা
আহা,
হৃদয় আমার তাল পাতারই পাখা

মুক্তি আগুন জ্বলছে মনে ধিকি
তোমার কথাও হচ্ছে স্মরণ ঠিকি
কথার মাশুল গুনতে গিয়ে
হৃদপাহাড়ে ধ্বস
চোখের কোণায় অশ্রু তো নয়
শীতখেজুরের রস

স্বপ্নগুলো আউলা কেশে কাঁদে
হঠাৎ কখন পা দিয়েছে ফাঁদে
বকের গলায় বড়শী গাথা মাছ
পাহাড় চূঁড়ায় শেকড় কাটা গাছ

তবু আমি স্বপ্ন দেখি আলোর
কষ্টনদী সাঁতার কেটে
রাস্তা খুঁজি ভালোর

জোসনা রাতে শিউলিতলায় হাঁটি
বিজয় নেশায় আজও সাঁতার কাটি।

মাহফুজুর রহমান আখন্দ কবি,  সাহিত্যিক, গীতিকার, গবেষক, অধ্যাপক ও সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন