Ads

কন্যা কাহন

শামীমা রহমান শান্তা

বাপের বাড়ি, শ্বশুরবাড়ি কোনটা তোমার ঘর,
ভালোবাসায় বাঁধলে শুধু গহীন বালুচর,
কন্যা তোমার মনের আলোয় কাটলো যাদের আঁধার,
বেলা শেষের একলা পাখি নিঃসঙ্গ ধাঁধা র!

ফুলের বাগান গড়েই গেলে বুঝল না তো কেউ,
পাষাণ বুকে কিযে বাজে? কোন গগনের ঢেউ!
তোমার বুকের চাষের জমিন ফসল ঝরায় যত,
চাঁদপানা মুখ আড়াল করে  সাত-সমুদ্র ক্ষত,

আঁধার গুলো আলোয় ভাসে তবু শুন্য তুমি ছায়া,
আজীবন ‌ই বিলিয়ে গেলে সবুজ বনের মায়া,
কন্যা তোমার চোখের কাজল নীল খামেতে ভরে,
সযতনে সাজিয়ে রাখবো কালের জাদুঘরে!

না হয় ভুলে যাবে সবাই ভুলবো না তো আমি,
সকল ঘরের সব কন্যাই হীরের চেয়েও দামি!

শামীমা রহমান শান্তা কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন