Ads

কবিতা প্রভাব

।। অধ্যক্ষ মামুনুর রশিদ ।।
কবিতা প্রভাব খুঁজি খুঁজি তার ঋণ,
জীবনের সীমা ব্যাপী হয়েছে বিলীন।
কবিতায় কথা বাঁধি কবিতায় ভাব,
অনন্য মুগ্ধতা দীপ্ত প্রভাব।
কবিতায় গান বাঁধি কবিতায় সুর,
আনন্দ বেদনার তান সুমধুর।
জীবনের সব কথা কবিতায় আঁকা,
সোজা পথ চলি ভুলি পথ আঁকাবাঁকা।
কল্যাণে থিতু হই অন্যায় ভুলে,
আলো খুঁজি হৃদয়ের জানালাটা খুলে।
বারবার চেতনার হয় অভিষেক,
নিরাশার হারাবার নেই উদ্বেগ।
শান্তি ও শুদ্ধির সাজানো এ ঘর,
মুক্তির চেনা ঠাই গৃহ নির্ভর।
শুদ্ধতা যুদ্ধটা কবিতায় চাওয়া,
কবিতায় উথলায় উচ্ছ্বাস হাওয়া।
প্রেরণার বারতার শুভ মানযিল,
স্বাধীনতা খুঁজে পায় আকাশের নীল।
সাধনার বাসনার দ্যোতনার ঝুলি,
হাসি খুশি উদ্গাতা দুঃখ্ ব্যথা ভুলি।
যেথা যাই সাথে পাই কবিতার চোখ,
ঝরঝরে সাধে নির্ভার উদ্যোগ।
ফুল পাখি ঝর্ণায় কবিতার রেশ,
রঙে রাঙা চারিদিক উদ্যত বেশ।
উজ্জ্বল ঝলমল সুন্দর সবই,
কবিতায় চিত্রিত জীবনের ছবি।
স্বপ্ন যা দেখি লিখি সবই কবিতায়,
জীবনের শুরু আর শেষ সীমানায়।
কবিতায় কবিতায় লিখে যাই সব,
তুষ্টির বৃষ্টির সুখ অনুভব।
কবিঃ কবি, ইসলামী বক্তা ও অধ্যক্ষ, পাউশগাড়া ফাযিল ডিগ্রি মযক্ষ্‌ হাকিমপুর, দিনাজপুর
আরও পড়ুন