Ads

কবির মন সবুজ বন

মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূরঃ

আলো আঁধারি ঘর বাইরে তুমুল ঝড়
অবুঝ কবির মন,
নীরব নিথর একা পায়না কারো দেখা
চায় যে তোমার ফোন।

একলা রাতে ঘুমিয়ে কবি
স্বপ্ন দেখেন তোমার ছবি
হৃদয় পটে আঁকিয়ে বেড়ান
তোমার দেহেরই গঠন।

এলোমেলো স্বপ্ন দুঃস্বপ্নের রাত
পাখিরাও ধরেনি গান,
চাঁদ তারাও নাই খুব যে ভয় তাই
মনটা করে আনচান।
একা একাই ভাবি কে মেরেছে চাবি
তুমি আজ কেন যে এমন?

আর থেকো না দূর অজানায়
চলে এসো এক জামানায়
কবির হৃদয় দাও রাঙিয়ে দাও
সতেজতায় ভরুক সবুজ বন।

লেখকঃ কবি, সাহিত্যিক ও আঞ্চলিক প্রতিনিধি, মহীয়সী।

আরও পড়ুন