Ads

কবি নজরুল

রফিকুল্লাহ্ কালবীঃ

কবি নজরুল,
তুমি বেঁচে থাকবে
ডাগর চোখের তারায়
মরবে না কোনো দিন
অনন্তকাল বেঁচে থাকবে
অগণন ভক্তের অশ্রুধারায়।

প্রিয় নজরুল,
তুমি বেঁচে থাকবে
ঝাঁকড়া চুলের দোলায়
বেঁচে রবে সর্বহারার জিশু হয়ে
বাঁধনহারা পল্লীবালার
খোঁপার দোলন চাঁপায়।

কবি নজরুল,
তুমি বেঁচে থাকবে
বিদ্রোহী ভৃগুর দাবানলে
প্রিয়ার চকিত চাহনিতে
চৈতি চাঁদের দুলুনির তালে
অনাগতকাল বাঁচবে তুমি
প্রিয়তমের ঝুমুরের নিক্কনে।

প্রিয় নজরুল,
তুমি বেঁচে থাকবে
কবিতায় গানে গানে
তুমি মরবে না কোনো দিন
যতদিন থাকবে বাংলা ভাষা
এপার ওপার তোলপাড় হয়ে
তুমি বেঁচে রবে প্রিয় কবি,
মসজিদের পাশের কবরে
আজানের ধ্বনিতে, কালেমা শাহাদাতে।

কবি নজরুল,
তুমি চলে এসো আবার
মশাল জ্বেলে লৌহকপাট খুলে
আজরাইলের ডানায় ভর দিয়ে
ভৈরবী বাঁশরিতে সুর তুলে
তুমি ফিরে এসো জিশু,
অগুণিত ভক্তের হৃদয়মাল্য
ব্যথার শেষ দানটুকু তুমি
গ্রহণ করো প্রিয় কবি।

লেখকঃ কবি ও ছড়াকার।

আরও পড়ুন