Ads

কল্পনা

এই মেয়ে শোন দুঃখ হবি?
শুদ্ধতারই স্নিগ্ধ ভোরে
শিশিরস্নাত সবুজ হবি!
এই মেয়ে শোন বিষাদ হবি?
নীলাম্বরী আকাশ নীলে
উপচে পরা অবুঝ হবি!

এই মেয়ে তোর দুচোখ জুড়ে
শান্ত কাজল আয়না হবি?
উড়ো চুলে পথের ধুলায়
আম কুড়াবার বায়না হবি!

এই মেয়ে তুই নদীর জলে
উর্মিমালার ছন্দ হবি?
উদস দুপুর একলা বিকেল
হাসনাহেনার গন্ধ হবি!

এই মেয়ে তুই স্মৃতির ভীরে
অনেক গোপন কান্না হবি?
হৃদয় মাঝে খুব যতনে
আগলে রাখা ঝর্ণা হবি!

এই মেয়ে তুই শীতের রাতে
জড়িয়ে রাখা চাদর হবি?
ভালোবাসার অথৈ ঢেউয়ে
প্রথম প্রেমের আদর হবি!

চাঁদনি রাতে এই মেয়ে তুই
মুগ্ধ মনের উঠোন হবি?
শূন্যতাকে ছুঁয়ে থাকা
নকশিকাঁথার বুনন হবি!

এই মেয়ে তুই ভালোবেসে
অনিদ্রা কে ঘুম পাড়াবি,
মনের শ্রাবণ থামিয়ে দিয়ে
এই মেয়ে তুই মুক্তি দিবি !!

ফাহমিদা ফাহমি- কবি

আরও পড়ুন