Ads

কাশফুল

 

শরৎকালের আকাশ জুড়ে
সাদা মেঘের ভেলা
রোদ-বৃষ্টি সারাটা দিন
করে বেড়ায় খেলা।

নদীর দুকুল ঘেষে বসে
কাশফুলের মেলা
তাই দেখে মোর হৃদয় মাঝে
লাগে প্রেমের দোলা।

পড়ন্ত দুপুরে মৃদু হাওয়ায়
দুলছে কাশফুল
কাছে পেতে প্রিয়াকে মোর
হৃদয় ও মন হয়ে আছে ব্যাকুল।

ভালোবেসে মনের মাধুরী মিশিয়ে
হাত দুটো ধরে বসে আসি কাশবনে
দুই নয়নে মোর প্রেমের নেশা
আগুন লেগেছে মনে।

মিষ্টি-মধুর দক্ষিণা হাওয়ায়
উড়ছে প্রিয়ার চুল
হাতছানি দিয়ে ডাকছে মোদের
ফুটন্ত কাশফুল।

কাশফুলের নরম ছোঁয়ায়
শিহরণ জাগে মনে
ভালোবেসে দুজন হারিয়ে গিয়েছি
কাশফুলের ঐ বনে।

 

আতিকুর রহমান- কবি 

আরও পড়ুন