Ads

কিরণময়

 

সিঁথির সিঁদুর আর
কপালের টিপ ,
জ্বলজ্বলে যৌবনদীপ্ত
আমার কায়া নিয়ে
এই আমি।
আরশে মাওলা
থেকে হুর গেলেমান
সহস্র সাথী আমার ;
পূর্নশশী কিরণের
এক থালা
চুমু নিয়ে
তোমার অপেক্ষায় ।
আমি সহস্র
শতাব্দী জুড়ে
অপেক্ষমান।
আমার চোখের
নীচে ভ্রমরকালো আবীর
তোমারই জন্য।
হে নন্দদুলাল
অপেক্ষা আর সয়না
হৃদ-যাতনা মানে না –
পুস্পাঘাতও সইবে
না
এ কোমল কায়া
আমি চাই তোমার স্পষ্ট ছায়া।
নিবেদন
পদতলে তোমার ,
এ প্রেয়সীর
সকল উন্মত্ত মায়া ।।

 

নূরে আলম মুকতা- কবিও সাহিত্যিক।

আরও পড়ুন