Ads

কৃষকের ঈদ

আবু সাইফাঃ

কিষাণী বায়না ধরে ‘এই ঈদে লালপেড়ে শাড়ী ‘
শ্রাবণে গ্রীষ্মের খরতাপ জ্বালিয়ে গিয়েছে মাটি–
আমনের মাঠ ফেটে চৌচির। স্বপ্ন দিয়েছে পাড়ি
নিরুদ্দেশের পথে; যেনো দুঃখেরা করে হাঁটাহাঁটি
কৃষকের আঙিনায় মুখবুজে।
কোনো ঈদে খুশির কিনারা খুঁজে
পায়নি কিষাণী। নানা অজুহাতে ঠকিয়েছে চাষা
একটু সুখের আশা করেনি পূরণ কোনদিন।

ব্যথিত হৃদয়ে তার জমা আছে কত ভালোবাসা
বধূ তার বুঝলো না; স্বামী তার নয় আলাদীন
নেই যাদুর প্রদীপ-আংটি হাতে,
আজন্ম কাটে তার দুঃখের সাথে।

অন্যদিনের মতো কৃষকের ঘরে ঈদের দিন
একেবারে সাদামাটা বৈচিত্র্যবিহীন, সংগোপনে
কাঁদাইয়া গিয়েছে খুশি। প্রিয় মুখ দুঃখমলিন
দেখে কষ্টের বুদ্বুদ ওঠে হিয়ার নিভৃত কোণে!

লেখকঃ কবি,  সাহিত্যিক ও সহ-সম্পাদক,মহীয়সী।

আরও পড়ুন