Ads

খুব কি হবে পুণ্য?

দীপান্বিতা চৌধুরী

অবশেষে এখানেও পড়লো চোখ,
আদেশ এলো এই সবুজ খর্ব করা হোক।
আমরা অভ্যস্ত অমাবস্যা খেতে,
তাই পূর্ণিমার স্বাদ চাইনা কভু পেতে ।

ভুলে যাও কি করে,
সবুজের আকালে নগর হয় মরুস্হান
এই শিরীষতলার সবুজগুলো প্রাণে আনে গান,
দুঃখ ভোলার জন্য
এটা বড় আদরের স্থান।
কত হত বলির লড়াই এই সবুজের মাঠে,
গাছগুলো হতো সহযোগী আনন্দের ঐ পাঠে ।

বলি! অত কিসের লোভ?
থাকুক না গাছগুলো কার কি এত ক্ষোভ।
শহরটা তো দিনে দিনে হয়েছে শূন্য,
ওই শিরীষতলা নষ্ট করে খুব কি হবে পুণ্য?
মুখেই বলি সবুজের চাষ, আদতে কি তাই?
ইচ্ছে করে ঠিক কটা গাছ লাগাই?
প্রশ্ন রইল কতৃপক্ষের কাছে,
শিরীষতলার সবুজ নষ্টের খুব কি দরকার আছে?
যদি বলেন আছে তাই,
তবে নতুন করে নতুন মাঠে শিরীষতলা চাই।
ঠিক যতটা কাটবেন গাছ ততটা লাগাবেন আবার,
এবার তবে বন্ধ করেন আমাদের ঠকাবার।

দীপান্বিতা চৌধুরীঃ সংগীত প্রশিক্ষক, কবিও গল্পকার 

আরও পড়ুন